ঈদের পর পণ্য সরবরাহ কম, ক্রেতাশূণ্য হলেও সবজির বাড়তি দাম

- আপডেট সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৮১০ বার পড়া হয়েছে
ঈদের এক সপ্তাহ পর আরো বেড়েছে বেশিরভাগ সবজির দাম। দাম বৃদ্ধি তালিকায় নতুন করে যোগ হয়েছে আলু ও পেঁয়াজ। কেজি প্রতি বেড়েছে ৫ টাকা । এদিকে স্থানীয় পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারে কমেছে মাছের সরবরাহ। ঈদের আগেই অতিমাত্রায় বেড়ে যাওয়া সব রকম মুরগির দাম আর কমেনি। ব্রয়লারের কেজি এখনও ২৫০ থেকে ২৬০ টাকা।
ঈদের ছুটির পর এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর কাঁচা বাজার। ক্রেতার আনাগোনা যেমন কম তেমনি কম পণ্যের সরবরাহ।
সীমিত পরিসরে যতটুকু বেচাকেনা চলছে তার বেশিরভাগই সবজির দোকানে। ঈদের পর শসা টমেটো মরিচ সহ সালাদ জাতীয় পণ্যের দাম পড়তির দিকে।
ক্রেতাদের অভিযোগ পণ্যে সরবরাহ কম থাকায় করলা, পটল, পেঁপে, লাউসহ বেশির ভাগ সবজির দাম ঈদের পর আরো বেড়েছে। আর বিক্রতারা জানান, ঈদের পরে স্থানীয় পর্যায়ে সবজি চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়তির দিকে।
দাম বেড়েছে আলু আর পেঁয়াজের। প্রতিকেজিতে দাম বৃদ্ধি পেয়েছে ৫ টাকা। বাড়তি টাকা গুনতে হচ্ছে আদা রসুনেও।
সরকারি তদারকিতে রমজানে মুরগির দাম কিছুটা কমলেও ঈদের পরপরই আবারো শুরু হয়েছে মুরগির বাজারের নৈরাজ্য। বেশি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা। ডিম ডজন প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা
বাজারে মাছের সরবরাহও বেশ কম। ফলে দাম বেশি বলে জানালেন বিক্রেতারা।
তবে চড়া মূল্যেই স্থিতিশীল আছে চালের বাজার।