রাজনৈতিক সংকট নিরসনে নতুন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে ফখরুলের সংশয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
নতুন রাষ্ট্রপতি চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়ে কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে, নতুন রাষ্ট্রপতির বিষয়ে প্রতিক্রিয়ায় সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক অঙ্গনে অপরিচিতজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেয়ায় হতাশ বিএনপি। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে রাষ্ট্রপতি নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেয়া যেতো; নিয়োগের আগে বিরোধী দলের সঙ্গে পরামর্শ করা যেতো। নতুন রাষ্ট্রপতির সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ ও সাহস কোনটাই নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।