বগুড়ার রাস্তায় রাস্তায় বিপদজনকভাবে ঝুলছে তারের জাল
- আপডেট সময় : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
গুড়ার রাস্তায় রাস্তায় অলিগলির বৈদ্যুতিক পোলে বিপদজনকভাবে ঝুলছে তারের জাল। বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আছে ডিস লাইন, ইন্টারনেট লাইন, বিভিন্ন কোম্পানির লাইনসহ হরেক রকমের তার। এতে শর্টসার্কিট থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
বৈদ্যুতিক পোলগুলোতে জালের মতো জড়িয়ে আছে তার। কোথাও জটলা লাগানো আবার কোথাও তার নেমেছে পোলের মাথা থেকে নিচ পর্যন্ত। শুধু সরবরাহ লাইন নয়, ১১ হাজার হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলোও রয়েছে বিপদজনকভাবে। বগুড়া শহরের মেইন রোড, পাড়া-মহল্লাসহ সব এলাকার লাইনের একই অবস্থা। অতিরিক্ত তারের ভারে হেলে পড়েছে অনেক পোল।
বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলোর যেন দেখার কেউ নেই। দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতির উন্নয়নে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে জানালেন পৌরসভার প্যানেল মেয়র। শহরের সৌন্দর্য বাড়াতে বিপদজ্জনক বিদ্যুত লাইন দ্রুত উন্নয়ন করা দরকার বলে মনে করেন নগরবাসী।




















