বিএনপির নেতারা ভেতরে ভেতরে নির্বাচনে অংশ নেয়ার তদবির করছে : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের দলের নেতারা ভেতরে ভেতরে নির্বাচনে অংশ নেয়ার তদবির করছে বলে জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ইউরোপ সফর শেষে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, রমজানে যেখানে সব দল রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে, সেখানে বিএনপি ক্রমাগত রাজনৈতিক কর্মসূচি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে গেছে। কিন্তু আওয়ামী লীগের বিচক্ষণতার ফলে কোন সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক পোষ্টের বিষয়ে মন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের নীতির ভিন্নতা দেখা গেছে। দূতাবাসের কিছু কর্মকর্তা বিএনপিকে সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া দেশের স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা ডকুমেন্টগুলো সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।