ঈদের ছুটিতে রাজধানীর বাস টার্মিনাল-রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল
- আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষ্যে ৫ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। পরিবারের সংগে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা ব্যক্তিগত গাড়িতে ঢাকা ছাড়ছেন। মোটরসাইকেলেও গ্রামে যাচ্ছেন অনেকে। ট্রেনে আজ প্রায় ৫০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন।
৫ দিনের ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।
দূরের গন্তব্যে সহজেই পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন। তবে আসন সংখ্যা সীমিত কিন্তু টিকিটের চাহিদা বেশি।অনলাইনে টিকিট কিনে অনেকেই পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামে বাড়ি। এসময় ছোট-বড় সবার চোখে মুখে ছিল আনন্দ।
ট্রেনে প্রতিদিন ৫০ হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন, স্টেশন ম্যানেজার। বলেন, এবার কঠোর নিরাপত্তা বলয়ে যাত্রীদের ভ্রমণ করতে হবে।
সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ। কেউ বাসে, প্রাইভেট কারে এবং মোটরসাইকেলে রাজধানী ছাড়ছেন।
তীব্র গরম আর যানযটের মধ্যেও পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দে অনেকেই হাসি মুখে যাচ্ছেন গ্রামের বাড়ি।
নির্বিঘ্ন ঈদযাত্রায় ট্রাফিক পুলিশের সহায়তায় চান যাত্রীরা।















