পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেট পুলিশের হেফাজতে, তদন্ত শুরু করেছে সিআইডি
- আপডেট সময় : ০১:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৭১৯ বার পড়া হয়েছে
সম্পূর্ণ নিভে গেছে রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেই। সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। গত রাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে। পুড়ে যাওয়া মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এসব কথা জানান। তিনি বলেন, এখন তদন্ত কাজের জন্য আলামত সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন পোড়া অংশ আলামত হিসাবে সংগ্রহ করা হয়েছে। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর এই বিষয়ে মতামত দেওয়া যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালি চোখে আলামতগুলো দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না। এদিকে সকাল থেকে নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেটে রাতভর তল্লাশি শেষে চলছে পরিচ্ছন্নতা অভিযান। কাজ করছেন ৬০ থেকে ৭০ জন কর্মী। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।


























