আমদানি পর্যায়ে আয়কর ৩ শতাংশ করার দাবি এফবিসিসিআই’র
- আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
শিল্প পরিচালনার ব্যয় কমানোর লক্ষ্যে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৩ শতাংশ করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছে সংগঠনটি। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এসব প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। এতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান জানান আগামী বাজেটে প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের ৪৩তম পরামর্শক কমিটির সভায় অনুষ্ঠিত হয় ।
করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের কাছে আসন্ন অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক ছাড়সহ নানা প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা।
আগামী বাজটে সরকারকে ব্যবসায়ী বান্ধব সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। বলেন, সাধারণ মানুষের স্বার্থে নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার ও করমুক্ত আয়সীমা বাড়ানো জরুরি।
এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট-ট্যাক্স আদায়ের প্রক্রিয়া সহজ করতে ডিজিটালাইজ করা হচ্ছে। তবে এর জন্য সবার মাঝে মানসিকতা তৈরি করতে হবে।
এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট-ট্যাক্স আদায়ের প্রক্রিয়া সহজ করতে ডিজিটালাইজ করা হচ্ছে। তবে এর জন্য সবার মাঝে মানসিকতা তৈরি করতে হবে।
আগামীতে জনবান্ধব বাজেট প্রণয়ন করা হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।





















