চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
 - / ১৭১২ বার পড়া হয়েছে
 
চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে মিতুর বাবা মোশাররফ হোসেন সাক্ষী দিয়েছেন।
এসময় স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ কারাগারে থাকা ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানীতে বাবুল আক্তারের আইনজীবীরা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতের একটি আবেদনের কপি জমা দেন। কিন্তু আদালত তা আমলে না নিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু করেন। রাষ্ট্রপক্ষের দাবি মিতুর পিতার সাক্ষীতে বাবুল আক্তারের নিখুঁত পরিকল্পনায় তার সোর্স ও সন্ত্রাসীরা মিতুকে হত্যা করেছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আর বাবুল আক্তারের আইনজীবীরা বলছেন মিতুর পিতা বিষয়টিকে নতুন একটি রূপ দেয়ার অপচেষ্টা করছেন। যা তার আগের দেয়া সাক্ষের সঙ্গে সাংঘর্ষিক।
																			
																		















