রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বৈসাবী উৎসব শুরু

- আপডেট সময় : ০৮:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। বর্ষবরণ ও বিদায় উৎসব- “বৈসাবি” নিজস্ব আঙ্গিকে পালন করবে পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠি সম্প্রদায়। এটি পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব।
এরই মধ্যে পাহাড়ে বইতে শুরু করেছে উৎসবের হাওয়া। চলছে সাংস্কৃতিক মেলা ও ঐতিহ্যবাহী খেলাধুলা। উৎসব ঘিরে ঐতিহ্যবাহী নানা আয়োজনে মেতেছে পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ।
বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসবকে পার্বত্য চট্টগ্রামের চাকমারা বিজু, ত্রিপুরা বিহু, তঞ্চঙ্গ্যারা বিষু, মারমারা সাংক্রান নামে পালন করে থাকে।
এসব নামের আধ্যক্ষর নিয়ে উৎসবের নামকরণ করা হয়েছে বৈসাবি। প্রতিবছর আগেভাগেই বৈসাবী উৎসবে মেতে ওঠে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়। চলে ঐতিহ্যবাহী নানা আয়োজন।
রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বৈসাবী উৎসব। জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
যেখানে বিভিন্ন নৃ-গোষ্ঠির মানুষ নিজস্ব ঐতিহ্য তুলে ধরেছে। উৎসবে শামিল হয়েছে স্থানীয় বাঙ্গালী সম্প্রদায়ও। বৈসাবী উৎসবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন আরো বাড়বে বলে আশা সকলের।
১৩ এপ্রিল ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বৈসাবী উৎসবের মূল আনুষ্ঠানিকতা।