জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কাল শুরু হচ্ছে বিশেষ অধিবেশন
- আপডেট সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কাল শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। গত ২১ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হবে অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অধিবেশন।
চার থেকে পাঁচ কার্যদিবসের মতো চলতে পারে এই অধিবেশন। বিশেষ এই অধিবেশন শুরুর পর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন। এছাড়াও ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব এনে তা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা প্রস্তাব উত্থাপন করবেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। সে অনুযায়ী ৭ এপ্রিল ৫০ বছর পূর্ণ । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ওইদিন জাতীয় সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে বর্তমান জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এ কারণে ৭ এপ্রিল জাতীয় সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।