পানিশূণ্য মৌলভীবাজারের হাকালুকি হাওর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে পানির হাহাকার বিরাজ করছে। কৃষকরা তিন থেকে চার গুণ টাকা খরচ করেও বোরো জমিতে পানি দিতে পারছেন না।
হাকালুকির নদী, নালা কিংবা বিল কোথাও পানি না থাকায় এমন দশা। বোরো জমিতে সেচ দেয়ার মতো সুবিধা না থাকায় কৃষকরা ফিতা পাইপ দিয়ে ৪ হাজার ফুট দূর থেকে জমিতে পানি দিচ্ছেন। প্রতি ঘন্টায় খরচ ৫’শ টাকা। আবার টাকা খরচ করেও পানি মিলছে না। চলতি মৌসুমে বৃহত্তম এই হাওরে ফসল উৎপাদন কমে বেড়েছে কৃষকদের ব্যয়। চাহিদা মতো পানি না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে হাকালুকি হাওর।























