মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে সিলেটে উদ্বোধন করা হয়েছে স্মৃতি উদ্যান

- আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
একাত্তরের উত্তাল দিনগুলোতে সিলেটের বিভিন্ন স্থান থেকে তুলে নেয়া বীর বাঙালিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। সিলেটের ক্যাডেট কলেজের পূর্ব দিকের টিলায় জড়ো করে তাদের হত্যা করা হয়। নিহতদের স্মরণে উদ্বোধন করা হয়েছে স্মৃতি উদ্যানের। ৫২ বছর ধরে নিখোঁজ এসব বীরসন্তানদের শ্রদ্ধা জানানোর স্থান পেয়ে আনন্দিত তাদের স্বজন ও পরিবার।
সিলেট সদর উপজেলার ক্যাডেট কলেজের পূর্ব পাশে টিলা। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক হত্যাযজ্ঞে প্রাণ হারান সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের নৃশংসভাবে গুলি করে কিংবা নির্যাতন করে হত্যা করে এ টিলায় ফেলে রাখা হয়।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার ৬৬ শহীদকে সম্মান জানাতে এই টিলায় নির্মিত হয়েছে একটি উদ্যান। স্বাধীনতার বায়ান্নো বছর পর পূর্বসূরীদের শ্রদ্ধা জানানোর জায়গা পেয়ে আবেগ আপ্লুত শহীদ পরিবারের সন্তানেরা।
তাদের বীরত্বের কথা সশস্ত্র চিত্তে স্মরণ করেন জাতির বীর সন্তানদের উত্তরসূরীরা।
সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন হওয়ায় এখানে সাধারণের প্রবেশাধিকার সীমিত। বাংলাদেশ সেনাবাহিনীর ও শহীদ পরিবারের সহযোগিতায় গণহত্যার শিকার শহীদ বীর বাঙ্গালীকে শনাক্ত করে আলাদা আলাদা নামফলক স্থাপন করা হয়েছে।
শহীদ স্মৃতি উদ্যানে শহীদদের তালিকা প্রণয়নে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তবে শহীদ সন্তানদের এখনকার দাবি, স্বাধীনতার জন্য জীবন দেয়া এসব নাগরিকের রাষ্ট্রীয় স্বীকৃতি।
নিহতদের স্মরণে সিলেটে স্মৃতি উদ্যান উদ্বোধন/ ৫২ বছর ধরে নিখোঁজ বীরসন্তানদের শ্রদ্ধা জানানোর স্থান পেয়ে আনন্দিত পরিবার ও স্বজনরা