পুলিশ সদস্যের সঙ্গে ‘ঝামেলায়’ রাজশাহীতে গ্রেপ্তার যুব গেমসের পাঁচ খেলোয়াড়ের জামিন

- আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
পুলিশ কনস্টেবলের স্ত্রীর করা মামলায় জামিন পেয়েছেন শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের খেলোয়াড়রা। দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত তাদের জামিন মঞ্জুর করেন।এদিকে হামলায় আহত পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। এঘটনায় রাজশাহীর ক্রীড়াঙ্গনে চলছে তোলাপাড়। ১৮ মার্চ এই দলের ভারতে গিয়ে খেলার কথা রয়েছে আছে। স্বজনদের অভিযোগ, মামলা থাকলে তাঁদের ক্যারিয়ারের সাথে সাথে নষ্ট হবে পড়াশোনাও।
শেখ কামাল জাতীয় যুব গেমসে পারর্ফম করে কেউ স্বর্ণ, কেউ রৌপ্য পদকের সম্মান জিতে রোববার ঢাকা থেকে দলবেঁধে ট্রেনে চড়ে রাজশাহী ফিরছিলেন খেলোয়াড়রা। স্টেশনে পৌঁছে নারী খেলোয়াড়দের কোচ খেয়াল করেন ২১ হাজার টাকা ও মোবাইল ফোনসহ তার ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগ খোঁজাখুঁজির সময় তর্কাতর্কির জেরে পুলিশ দম্পতির সাথে মারামারি হয় খেলোয়াড়দের।
পরে রেলওয়ে পুলিশ কোচসহ ১২ খেলোয়াড়কে থানায় ধরে নিয়ে যায়। এঘটনায় পুলিশ কনস্টেবলের স্ত্রী জিআরপি থানায় মামলা করেন। রাতে আদালত ৭জনের জামিন মঞ্জুর করলেও ১৮ বছরের কম বয়স হওয়ায় ৫জনকে সকাল পযন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন।
বেঁধে দেয়া সময় অনুযায়ী কয়েক ঘণ্টার জামিনে থাকা ৫ খেলোয়াড় সকালে আদালতে হাজিন হন। এসময় মামলার তদন্ত কর্মকর্তা জামিনের বিরোধিতা করেন। তবে খেলোয়াড়দের জামিন মঞ্জুর করে আদালত।
এদিকে..হামলায় আহত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
মামলায় অভিযুক্ত খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে সাফল্য দেখিয়েছেন।