চট্টগ্রামের শীতাকুণ্ডে স্টীল মিলে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত পাঁচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চলছে উদ্ধার কার্যক্রম। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুলতান মাহমুদ জানান, আগুনে পুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। এ ছাড়া আরও ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সীতাকুণ্ড থানার ওসি জানান, কারখানায় বিস্ফোরণের খবর শুনে তারা ঘটনাস্থলে এসেছেন। বিস্ফোরণ সম্পর্কে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।






















