বর্তমান সরকারের অধীনে কোনভাবেই নির্বাচন সম্ভব নয় : মান্না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৯৩০ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনে কোনভাবেই নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আন্দোলনের মধ্য দিয়েই জনগণের দাবি আদায় করা হবে বলে জানান তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন মান্না। অভিযোগ করেন, অর্থনীতি ফোকলা করে ফেলেছে সরকার, কিন্তু তাদের কোনো বিকার নেই।
দুর্নীতির কারণে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় নিত্যপণ্যের মূল্য সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। রোজার আগে সরকার বাজারে আরেকদফা হেরে গেছে।
এসময় তিনি সরকারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সময় থাকতে পদত্যাগ না করলে গলায় গামছা বেধে এই সরকারকে টেনে নামাবে জনগণ।























