শান্তি বজায় রাখতে থানায় থানায় কর্মসূচি নিয়ে মাঠে নামছে আ’লীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করে শান্তি বজায় রাখতে এবার মহানগরের থানায় থানায় কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আগামীকাল ঢাকায় নামবে দলটির নেতাকর্মীরা।
দুই অংশে মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে ১১ সংসদীয় আসনে শান্তি সমাবেশ ও মিছিল কর্মসূচির মধ্য দিয়ে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এছাড়া সারা দেশের অন্য মহানগরগুলোর থানায় থানায় নানা কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীনরা। এসব কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে নগর ও কেন্দ্রীয় নেতারাও যোগ দেবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন। এই ধরনের কর্মসূচি চলবে নির্বাচন পর্যন্ত। এদিকে আসছে রমজানে মাঠে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবার নিয়মিত কর্মসূচির সঙ্গে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পরিকল্পনা করা হচ্ছে।