খুলনায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
খুলনায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে সাতক্ষীরা পুলিশ লাইনে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, হামলাকারী নাঈমকে গ্রেপ্তারের দাবিতে খুলনার সব সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি এখনও অব্যাহত। আর খুলনা মেডিকেল কলেজের পরিচালক ডা. রবিউল হোসেন জানান, সকাল সাড়ে ৯টা থেকে হাসপাতালের আউটডোরে রোগী দেখতে টিকিট বিক্রি শুরু হয়। তবে আধাঘণ্টা পর আবার তা বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে ভুক্তভোগী শিশুর হাতের সঠিক চিকিৎসা এবং স্বামীর বিরুদ্ধে ডা. শেখ আবদুল্লাহর করা মামলার প্রতিবাদে বরখাস্ত এসআইয়ের স্ত্রী নুসরাত আরা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।