বইমেলায় শাহ পারভীনের ‘মনের অব্যক্ত কথা’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
শাহ পারভীন আখতার একজন উদ্যোক্তা। এবার বাজারে এসেছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মনের অব্যক্ত কথা’। বইটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।
বইটি প্রসঙ্গে লেখিকা শাহ পারভীন বলেন, ‘আমার কবিতায় যে আবেগের ফসল তা বুঝা যায় কবিতাটির প্রতিটি কবিতা পড়লে। নিজের পুরো আবেগ ঢেলে মিষ্টি প্রেমের কবিতা রচনা করার চেষ্টা করেছি। বইটি কোনও শখের বসে লেখা না। আমি কোনও সিরিয়াস টাইপ লেখিকা হতে চাই না। প্রতিবছর শুধু একটা বই লিখতে চাই। কারণ লিখতে আমার ভালো লাগে।’
বইটি প্রকাশ করছে কবি প্রকাশনী। মেলায় ২০৭-২০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। ২০২০ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘মনের আয়নায় খুঁজি’ প্রকাশিত হয়।


























