নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি : অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের ৯টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এ বিষয়ে দুদকের অনুসন্ধান রিপোর্ট ৪ মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, দুর্নীতিবাজ যেই হোক, কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিন্নতা হবে না। ব্যারিস্টার সায়েদুল হক সুমন নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে গোলাপের ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে।
তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি তিনি।