ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন কুড়িগ্রামের খর্বাকৃতির দম্পতির

- আপডেট সময় : ০৫:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের খর্বাকৃত দম্পতি। বিযের ১৪ বছর পেরিয়ে গেলেও কমতি নেই ভালোবাসায়। এখনও একে অপরকে ছাড়া ঘরের বাইরে বের হন না । সন্তান না থাকলেও বাকী জীবন কাটাতে চান একসাথে।
প্রতিবন্ধী আবদার আলী ও ওরেচা দম্পতি। ভালবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ দু’জন।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে অন্যের জমিতে টিনের ঘরে ১৪ বছর বাস করছেন তারা । প্রতিবন্ধী আর বয়স্ক ভাতার পাশাপাশি মানুষের সহযোগিতায় চলে সংসার।
সংসারের খুঁটিনাটি কাজের পাশপাশি চলে ভালবাসার খুনসুটি।
তাদের এমন সুখের সংসার দেখে খুশি স্থানীয়রাও।
এই দম্পতির মতো সমাজের বিশেষ শ্রেণির মানুষদের সুখী করতে উদ্যোগের কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
ভালোবাসা শুধু ফুল দেয়া নেয়ায় মাঝেই সীমাবদ্ধ থাকে না। কখনও কখনও নেমে আসে ওরেচা-আবদার আলীর মতো প্রকৃতির অমোঘ নিয়মে জন্ম নেয়া বিশেষ দম্পতির ঘরেও।