জয়পুরহাটে ট্রাকচাপায় অটোরিক্সা চালকসহ ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনা জয়পুরহাটে ৫ জন ও কক্সবাজারে দু’জন নিহত হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালীপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিক্সার চালকসহ পাঁচজন নিহত হয়েছে। বাকি চারজন অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পর তিন জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেইটের ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাওয়ার সময় ঈদগাঁও কলেজের গেইটে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।



























