দেশের গণতন্ত্র ঘরে জিম্মি করে রেখেছে বিএনপি : কাদের
- আপডেট সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
কর্মসূচি নিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগ দ্বন্দ্ব নয়, প্রতিযোগিতা চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, দেশের গণতন্ত্র ঘরে জিম্মি করে রেখেছে বিএনপি। সকালে রাজধানীতে দলের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গব্ন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে, দলের যৌথ সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও সম্পাদকমন্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
সভায় সুচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব বলেই ষড়যন্ত্রের পথে হাটছে বিএনপি।
আওয়ামী লীগের কর্মসুচী নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাব দেন তিনি।
আগামী ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে, আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।


















