শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৪:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
সড়ক ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না। জনগনের সচেতনতা ছাড়া কোন উন্নয়ন পরিপূর্ণতা পায় না বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র জনসচেতনতামূলক রোড শো কর্মসূচিতে এ কথা বলেন। এতে অংশ নেয় বাংলাদেশ রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে ইজিবাইক চলাচলে নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।সড়কে শৃঙ্খলা আনতে বিশ্বব্যাংকের ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্ড প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
এ সময় ঢাকার বায়ু দূষণ নিয়ে নিজের অস্বস্তির কথা জানান সড়ক পরিবহণ মন্ত্রী। বায়ু দূষণ রোধে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে আরো সক্রিয় করার আহ্বান জানান, ওবায়দুল কাদের।