রাশিয়াকে রুখতে ইউক্রেনকে ট্যাংক সরবরাহের ঘোষণা জার্মানির

- আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক সরবরাহের ঘোষণা দিলেও, কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেয়া হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।
যুদ্ধ বিমান নিয়ে ইউক্রেনের দাবিকে জেলেনস্কি সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর। যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনীকে ঘায়েল করতে জার্মানিসহ ন্যাটোর অন্যান্য সদস্যের কাছে থেকে অত্যাধুনিক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অস্ত্র, কামান ও গোলাবারুদ চান ইউক্রেনের প্রেসিডেন্ট। কিয়েভের এমন দাবিকে ‘সমরাস্ত্র নিয়ে বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ । আর্জেন্টিনা সফররত শলজ বলেন, ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিলেও জেলেনস্কির দাবি অনুযায়ী যুদ্ধবিমান সরবরাহ করা হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে না পড়ে, সতর্কতার সঙ্গে তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।