কাল সরস্বতী পূজা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
 - / ১৮৯১ বার পড়া হয়েছে
 
কাল সরস্বতী পূজা। পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা করেন সনাতম হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট।
পূজার প্রধান অনুসঙ্গ হলো প্রতিমা। জেলা শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ী, সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, কোটালীপাড়া, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, ঘাঘর বাজারসহ ৩০ স্থানে বসেছে প্রতিমার হাট। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা এনে বিক্রি করা হচ্ছে হাটে। বিভিন্ন বয়সী মানুষ হাট থেকে কিনছেন পছন্দমত প্রতিমা। প্রকার ভেদে প্রতিটি বিক্রি হচ্ছে আড়াই’শ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে, দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
																			
																		














