সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তত্বাবধায়ক সরকার গঠনের আর কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে বিচারকদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের বিচারকদের জন্য ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবী জানাচ্ছে তা উচ্চ আদালত অনেক আগেই অবৈধ ঘোষণা করেছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে দু’জন বিচারকের বিষয়ে আনিসুল হক জানান, কারো চাপের মুখে বিচারককে তার পদ থেকে সরানো হবে না
রাষ্ট্রপতির হওয়ার তালিকায় আইনমন্ত্রীর নাম আছে কিনা জানতে চাইলে এমন গুজবে কান না দেয়ার কথা বলেন আনিসুল হক।