বাংলাদেশ বিনির্মাণের ইতিহাসকে বিকৃত করছে আ’লীগ : ড. খন্দকার মোশাররফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৭২৬ বার পড়া হয়েছে
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টনে ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ বিনির্মানের ইতিহাসকে বিকৃত করছে আওয়ামী লীগ।
সরকারকে না হঠানো পর্যন্ত বিএনপি দেশ রক্ষায় রাজপথে থাকবে বলে হুঁশিয়ারী দেন তিনি। তিনি আরো বলেন, জাতির সব সফলতাকে ধ্বংস করে দিয়েছে সরকার। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণ দ্রুত মুক্তি চায়। ড. মোশাররফ বলেন, মুক্তিযুদ্ধের সময় যাদের নেতৃত্বে থাকার কথা ছিলো, তারা ভারতে পালিয়ে ছিলেন। সেসময় জিয়াউর রহমান সাহস ও দায়িত্বের পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন বলেও দাবি করেন তিনি।
















