হিলিতে ভারতীয় ট্রাক থেকে ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা ট্রাক থেকে ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে হিলি কাস্টমস।
হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন জানান, ‘ভারতীয় একটি ট্রাকে মদ বহন করা হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে এমন তথ্য পাওয়া যায়। সেই খবরের ভিত্তিতে গেল রাতে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে থাকা ভারতীয় ওই ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটির কেবিনের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক ট্রাক চালককে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।