অস্ত্রের ভাষায় কথা বলে আওয়ামী লীগ : টুকু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার অস্ত্রের ভাষায় কথা। উসকানি দিয়ে মারামারি লাগাতে বিএনপির কর্মসূচীর দিনে কর্মসূচী দিচ্ছে সরকার।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি বলেন সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকার এনার্জি রেগুলেটরি কমিশন আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন দুনীতি করতে, ও দরিদ্রকে আরো দরিদ্র বানাতে গণবিরোধী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশে কৃষিপণ্য উৎপাদন খরচ বেড়ে যাবে বলেও অভিযোগ করেন তিনি।
















