৫ ঘন্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, মধ্য রাত থেকেই নদীতে কুয়াশা পরতে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ভোর ৫ টা ৪০ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে থাকে খানজাহান আলী ও শাহ মখদুম নামের দুইটি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এ নৌ-পথে ছোট বড় ১৫টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।