ফেব্রুয়ারি পর্যন্ত আরো তিনটি শৈত্যপ্রবাহ

- আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীত কমবে না বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশার জন্য বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে একটি ও ফেব্রুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে রাজধানীর তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা কমার কোনো আভাস নেই। কুয়াশা একটু কমলেও ঢাকার আকাশ পরিষ্কার হবে না বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। শীত বেশি অনুভূত হওয়ার প্রধান কারণ হলো জলাভূমি, খালবিল, নদীনালার পরিমাণ কমে কংক্রিটের অবকাঠামো বেড়ে যাওয়া। ঠাণ্ডায় রাজধানীবাসীও আছেন দুর্ভোগে। এদিকে, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন বন্ধ রয়েছে। রাত ১২টার পর থেকে আটটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে সাতটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে গিয়ে নামে। অপর ফ্লাইটটি ফিরে গেছে মালয়েশিয়ায়।