ইংরেজি বছরের শুরুতেই হাড় কাঁপানো শীতের কবলে রাজধানী
- আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
ইংরেজি বছরের শুরুতেই হাড় কাঁপানো শীতের কবলে পড়েছে রাজধানী ঢাকা। জেঁকে বসেছে শীত। পৌষের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়া-শ্রীমঙ্গল ১০ ডিগ্রি। তীব্র শীতে দুর্ভোগে পড়েন স্কুল ও অফিসগামী মানুষ।
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা এসেছে বলেই যানজটের নগরীর দৃষ্টিসীমায় জমছে ঘন কুয়াশার চাদরে। হিমেল হাওয়া মেশানো বাতাসে ছিলো ঠাণ্ডার আমেজ। কুয়াশার চাদর ভেদ করে লাল আভা নিয়ে উঁকি দিতে খানিকটা বেগ পেতে হয় সূর্যিমামাকে।
মধ্য পৌষে রাজধানী জুড়ে প্রকৃতির হিমশীতল পরশে জুবুথুবু রাজধানী বাসী।
সকাল গড়িয়ে বেলা বাড়লেও সূর্যের আভাসে নেই শীত থেকে বাঁচার আমেজ।
কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঠিক এমনই যেনো ছিন্নমূল মানুষের অবস্থা। তাপমাত্রা কমায় ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের মানুষ। শীতকে সঙ্গী করেই জীবিকার তাগিদে বের হন অনেকই।
রাজধানীর জুড়ে শীতের প্রভাব এমনি থাকবে আরো বেশ কয়েকদিন, জানালেন আবহাওয়া কর্মকর্তা।
সট; মোহাম্মদ আবদুল রহমান খান, আবওহাবিদ
মাঘের আগে বড় ধরনের শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস না থাকায় স্বস্তি ফিরতে পারে জনজীবনে।













