নিজেদের নিরাপত্তার জন্য স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ২২০১ বার পড়া হয়েছে
নিজেদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সবাইকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএনপির প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর আরও বলেন, বিএনপির ১০টি সমাবেশকে কেন্দ্র করে সরকার পরিবহন ধর্মঘট করেছে। ৭ তারিখের হামলা ২৫ মার্চের সার্চ লাইটের সঙ্গে তুলনা করা যায় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি আন্দোলন না করলেও, আওয়ামী লীগ সরকারকে চলে যেতে হবে। বিএনপির দায়িত্বপ্রাপ্তদের আটক করলেও থেমে নেই দলটির সরকার পতনে আন্দোলন।























