বয়স কোন বাধা নয়, প্রমাণ করলেন টাঙ্গাইলের জয়নাল

- আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
পড়ালেখায় বয়স কোন বাধা নয়, তাই প্রমাণ করলেন টাঙ্গাইলের জয়নাল আবেদীন। ৪৪ বছর বয়সে মেয়ের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন বাবা। তার এই সাহসিকতার প্রসংসা করছেন পরিবার-পরিজনসহ সবাই।
টাঙ্গাইলের ব্যবসায়ী জয়নাল আবেদীন। বাবার মৃত্যুতে ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেন নি তিনি। সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয়। সৌদি আরবে ৫ বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফেরেন। ২০০১ সালে বিয়ে করে এ পর্যন্ত পাঁচ সন্তানের বাবা হয়েছেন।
কিন্তু লেখাপড়া করতে না পারার চাপা কষ্ট জয়নালকে পীড়া দিতো। লোক লজ্জায় পড়ালেখা হয়ে উঠছিল না। প্রচন্ড মনবল আর ইচ্ছে শক্তির জোরে মেয়েদের সঙ্গে দুবছর আগে ভর্তি হন ফুলমালীর চালা ফজরগঞ্জ আলিম মাদ্রাসার ভোকেশনাল শাখার পোল্ট্রি রিয়ারিং এন্ড ফার্মিং ট্রেড এ নবম শ্রেণিতে। এবার এসএসএসি দিয়ে পাশ করেছেন তিনি।
জয়নালের বড় মেয়ে তার বাবার সাথে এসএসসি পাস করে আনন্দিত।
জয়নালের অদম্য সাহসিকতাকে অভিনন্দন জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
উচ্চমাধ্যমিকে মেয়ের সঙ্গে কলেজে ভর্তি হবার প্রত্যাশা করছেন জয়নাল আবেদীন।