বুয়েট ছাত্র ফারদিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৮১৮ বার পড়া হয়েছে
বুয়েট ছাত্র ফারদিন নুর পরশ হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
সকালে বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করে তারা। হত্যার ১০ দিনেও তদন্ত সম্পন্ন না হওয়ায় ক্ষোভ জানায় অংশগ্রহণকারীরা। ফারদিনের বাবা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ছেলে কখনো মাদকের সাথে সংশ্লিষ্ট ছিল না। এখন একটি মহল এটিকে অন্যদিকে প্রবাহিত করতে মাদককে সামনে এনেছে বলে ক্ষোভ জানান তিনি। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও সহপাঠিরা।