আর ফেরা হলো না গায়ক আকবরের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালের মারা যান তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।
ফাতেমা বলেন, ‘মানুষটাকে ধরে রাখতে পারলাম না। আজ একেবারে চলেই গেল। সবাই দোয়া করবেন ওর জন্য।’
দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলেন আকবর। বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই শিল্পীর।