ডিসেম্বরে জনগণই বিএনপিকে লাল কার্ড দেখাবে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে নয়, ডিসেম্বরে জনগণই বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, ফরিদপুরে এখন টাকা উড়ছে। বিএনপি মহাসচিব কাকে এমপি পদে মনোনয়ন দিবে তা নিয়ে এখনই বাণিজ্য শুরু করে দিয়েছে। বিএনপি’র শাসনামলে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।
এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। তিনি দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুত থাকার আহবান জানান। তারেক রহমান অর্থ পাচারকারী। মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছেন তিনি। তার বিরুদ্ধেও খেলা হবে বলে জানান ওবায়দুল কাদের।
১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান আর ২১ শে আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।