সরকার আবার আগুন সন্ত্রাসের নাটক সাজাচ্ছে : আমীর খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
বিএনপির অহিংস আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার আবার আগুন সন্ত্রাসের নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে রাজধানীর নয়াপল্টনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের রেলিপূর্ব আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে আর কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেবে না জনগণ। দেশে আগুন সন্ত্রাস কারা করেছিল, সেই রেকর্ড বিএনপির কাছে আছে বলেও জানান তিনি। মন্ত্রীরা সংবিধান পরিপন্থী নানা কথা বললেও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এসময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নিশর্ত মুক্তি দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।