একরাশ হতাশা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

- আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
একরাশ হতাশা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়ে দেশের ফিরতি ফ্লাইট ধরেছে টাইগাররা। সিঙ্গাপুর হয়ে রাত ১০: ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের।
বিশ্বকাপ শেষে বাজে আম্পায়ারিংয়ের হতাশাও আছে ক্রিকেটারদের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে আম্পায়াররা হঠকারী সিদ্ধান্ত নিলেও আদতে কিছুই করার নেই। এমন অসহায়ত্ব প্রকাশ করলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তবে, বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে মোটেও হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার নাজমুল হোসেন শান্তর মাঝেও সম্ভাবনা দেখছেন খালেদ মাহমুদ। টিমের তিন ক্রিকেটার দেশে ফিরছেন না।
সাকিব যুক্তরাষ্ট্রে, নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন ছুটি কাটাবেন অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের সুপার টুয়েলভে ৩ হারের বিপরীতে ২ ম্যাচ জিতেছে বাংলাদেশ।