গণমানুষের এবারের আন্দোলন সফল হবেই : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
দাবি আদায়ের আন্দোলনে বিএনপি এবার সফল হবেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমান এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল।
এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতেই তারেক ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা বলেন, খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি দিয়ে বিএনপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার হটিয়ে, দেশে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।























