দু’দলের দুঃশা’সনে মানুষ আর চায় না : টেপা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকার বিএনপির এক ডিগ্রী উপরে গিয়ে সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ ও একনায়ক শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।
সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি আরও বলেন, দু’দলের দুঃশাসনে মানুষ আর চায় না। তারা চায় ভোটের মাধ্যমে জাতীয় পার্টির সরকার গঠন। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। সম্মেলনে জেলা জাতীয় পার্টির আহবায়ক ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি ও সিকদার হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়।