দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার বিশেষ ভূমিকা রাখছে : সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ২০১৬ বার পড়া হয়েছে
দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সকালে নাটোরের দয়ারামপুরে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে একথা বলেন তিনি। এসময় সেনাপ্রধান সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা
করেন। উপস্থিত ছিলেন, মেজর জেনারেল এস এম কামরুল হাসান, মেজর জেনারেল জুবায়ের সালেহীনসহ ইঞ্জিনিয়ারসের সকল ইউনিট অধিনায়করা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর “ফোর্সেস গোল -২০৩০” বাস্তবায়নে আলোচনা হয়।













