নওগাঁয় ভারত-বাংলাদেশের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘ভরতনাট্যম’ কর্মশালা
- আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৭৫১ বার পড়া হয়েছে
উচ্চাঙ্গ নৃত্য। সময়ের ব্যবধানে নতুনত্বের সাথে তাল মেলাতে গিয়ে, হারিয়ে যাচ্ছে প্রাচীন এই নৃত্যকলা। ফলে এই নৃত্যকে টিকিয়ে রাখতে দ্বিতীয়বারের মতো নওগাঁয় ভারত-বাংলাদেশের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘ভরতনাট্টম’ ও ‘উদয়শঙ্কর ডান্স স্টাইল’ কর্মশালা। সেখানে ভারত থেকে এসে নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন সুমি সেন কুন্ডু।
প্রাচীনকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেবদেবীর প্রাচীণ ভাস্কর্য ও প্রামাণিক তথ্য থেকে উচ্চাঙ্গনৃত্যের সৃষ্টি। কালের বিবর্তনে ভারতীয় এ নৃত্যকলা বর্তমানে এক অপূর্ব শিল্পে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, উচ্চাঙ্গের মুদ্রাগুলো রপ্ত করতে প্রানান্তর চেষ্টা চলছে।
এই নৃত্যগুলোর চর্চা হতো প্রধানত কলকাতা নগরীতে। সেই নগরী থেকেই নাচের শিক্ষা দিতে এসেছেন প্রশিক্ষক সুমি সেন কুন্ডু।
প্রজন্মান্তরে নাচ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে নওগাঁর বেশ কয়েকটি নৃত্য সংগঠন। সকলের সহযোগিতায় এই নৃত্যরূপ প্রতিষ্ঠা পাবে প্রত্যাশা তাদের।
সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ভারত ও নওগাঁ জেলা প্রেসক্লাব ৫দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।





















