হরিণখোলা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ

- আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা নদীতে হয়ে গেল আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতা উপভোগ করতে দুর-দুরান্ত থেকে ছুটে আসেন নদীর তীরে হাজারও নারী-পুরুষ। নৌকা বাইচের মাধ্যমে নির্মল বিনোদনের সুযোগ বারবার পাবে এমন আশা স্থানীয়দের।
তালা উপজেলায় শ্যামা কালী পূজা উপলক্ষে হরিণখোলা নদীতে নৌকা বাইচ-এ ঢাক-ঢোল ও কাসরসহ বাদ্য যন্ত্রের ঝংকার আর বৈঠার আলোড়ন উপভোগ করেন দর্শণার্থীরা। এ নৌকা বাইচকে ঘিরে হরিণখোলা নদীর দুই ধার জুড়ে ছিল হাজারও দর্শকের উপস্থিতি। নৌকা বাইচ দেখতে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। আয়োজকরা জানান, বিলুপ্ত প্রায় সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই- এই উদ্যোগ।
গ্রাম বাংলার সংস্কৃতি-ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে এলাকায় চলছে উৎসব মুখর পরিবেশ জানান,জনপ্রতিনিধিরা।
প্রতিবছর এমন আয়োজনে সব ধরণের সহায়তার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।
গ্রামবাসিকে নির্মল আনন্দ উপভোগের সুযোগ দিতে প্রতি বছরই নৌকাবাইচের মত ঐতিহ্যবাহি গ্রামিন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।