ঢিলেঢালাভাবে চলছে গোপালগঞ্জ মহাসড়কের কাজ
- আপডেট সময় : ০৬:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে শুরু হয়েছে মহাসড়ক উন্নীতকরনের কাজ। কিন্তু ঢিলেঢালা ভাবে কাজ চলায় সড়কে দেখা দিয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারন যাত্রীরা। প্রতিদিন ঘটছে কোন না কোন দুর্ঘটনা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগ।
টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া ৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে গাছ কেটে বালু ভরাট করা হয়ছে। কিন্তু ঢিলেঢালা ভাবে সড়কের কাজ চলায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চলাচলকারী সাধারন যাত্রীরা। প্রতিদিনই ঘটছে কোন না কোন দূর্ঘটনা। এই ৪৪ কিলোমিটার সড়ক দিয়ে যাতায়াতকারীদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে।
২০১০ সালের পরে কোন ধরনের সংস্কার হয়নি সড়কটিতে। রোগী আনা নেয়ায় ব্যাপক সমস্যায় পরতে হচ্ছে। গোপালগঞ্জ থেকে টেকেরহাট যেতে সেখানে সময় লাগার কথা ১ ঘন্টা সেখানে সময় লাগছে ২ থেকে আড়াই ঘন্টা।
সড়কটি সম্প্রসারণে কাজ শেষ হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়ে, নির্ধারিত সময়ে মধ্যে কাজ শেষ করার আশা প্রকাশ করেন, সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা।
ভোগান্তি কমাতে আগামী ২০২৩ সালের ৩০ জুন অর্থবছরের মধ্যে সড়ক সম্প্রসারণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

















