আজ সংসদে উত্থাপন হতে পারে গণমাধ্যমকর্মী বিল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
 - / ১৬৯৪ বার পড়া হয়েছে
 
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে বিকেলে। এছাড়া গণমাধ্যমকর্মী বিল-২০২২ ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে অধিবেশন কতদিন চলবে। চারটি গুরুত্বপূর্ণ পদ-সংসদ উপনেতা, সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ পদে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১২ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।
																			
																		
















