রাজনৈতিক শিষ্টাচার রেখে বক্তব্য দেয়ার আহ্বান ফখরুলের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
 - / ১৬৬৬ বার পড়া হয়েছে
 
পৈত্রিক সম্পদ ও দলীয় সদস্যদের চাঁদায় বিএনপি নেতারা রাজনীতি করেন বলে জানিয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে আওয়ামী লীগ নেতারা সামাল দিতে পারবে না। কে কত টাকা সরিয়েছে, কত টাকার পাচার করেছে সব কিন্তু বেরিয়ে আসবে। নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতারা কে কীভাবে টাকা উপার্জন করেছে দেশের মানুষ জানে মন্তব্য করে বিএনপি মহাসচিব রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য না দিতে ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানান। পরে ৭ নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচী ঘোষণা করেন মির্জা ফখরুল।
																			
																		














