নুসরাত হ’ত্যা মামলার রায় বাতিল করে পুন:তদন্তের দাবী আসামীর স্বজনদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৮৬০ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় বাতিল করে পুন:তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আসামী পক্ষের স্বজনরা।
মানববন্ধনে আসামীদের স্বজনরা বলেন, নিম্ন আদালতে সঠিক বিচার পাননি তারা। রায় প্রত্যাখ্যান করে পুন:তদন্তের মাধ্যমে আবার বিচারের দাবী জানান তারা। বলেন, নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মহল ঘটনাকে হত্যাকাণ্ড সাজিয়ে ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসিয়েছে। আসামীদের বিরুদ্ধে ফাঁসির রায় বাতিল করে ঘটনা পুনঃতদন্তের দাবী জানান তারা।