বৃষ্টি আইনে ইংলিশদের হারিয়েছে আইরিশরা
- আপডেট সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৭২৪ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বৃষ্টি আইনে ইংলিশদের ৫ রানে হারিয়েছে আইরিশরা।
মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে ১৪ রানেই ফিরে যান আইরিশ ওপেনার পল স্টারলিং। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক এ্যান্ডি বালবির্নি ও লরকান টাকারের ৮২ রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় আয়ারল্যান্ড। টাকার ৩৪ রানে ফিরে গেলে বালবির্নিকে সঙ্গ দিতে পারেনি আর কোন ব্যাটার। শেষ পর্যন্ত আইরিশ অধিনায়কের ৬২ রানের ইনিংসে ভর করে ১৫৭ রানের সংগ্রহ পায় দল। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে ডেভি মালান ও মঈন আলির ব্যাটে ভর করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইংলিশরা। তবে ভাগ্য সহায় হয়নি ইংলিশদের। ৫ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ যখন ১০৫ রান তখনই শুরু হয় বৃষ্টি। পরবর্তিতে খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ৫ রানের জয় পায় আয়ারল্যান্ড।

















