পরীক্ষার সময় কর্মসূচি পরিবর্তনে বিএনপিকে শিক্ষামন্ত্রীর আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৯০৫ বার পড়া হয়েছে
আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের বিএনপিকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
সকালে যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত বিএনপির দাবির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ফলে বিএনপির আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবে না। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।